স্পাইস জেটের বাংলাদেশি জেনারেল সেলস এজেন্ট স্কাই জেটের কর্মকর্তারা জানান, বোয়িংটিতে ১৯০ আসন রয়েছে। বাংলাদেশের যাত্রীরা মুম্বাই ছাড়াও উদ্বোধনী দিন থেকেই কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে জেদ্দা ও দুবাই যেতে পারবেন।
জানা যায়, সোমবার (২২ জুলাই) পর্যন্ত উদ্বোধনী ফ্লাইটের প্রায় ৮৮ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। বাকি দু’দিনে শতভাগ টিকিট বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন মুম্বাই থেকে সকাল ৮টা ৫৫ মিনিটে ছেড়ে ঢাকায় উড়োজাহাজটি অবতরণ করবে দুপুর ১২টা ৪০ মিনিটে। এক ঘণ্টা বিরতি শেষে দুপুর ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে মুম্বাই।
স্পাইস জেটের সেলস ম্যানেজার জাহিদুল হাসান বাংলানিউজকে বলেন, ঢাকা-মুম্বাই রিটার্ন ভাড়া ২৩ হাজার টাকা। ওয়ানওয়ে ভাড়া ১১ হাজার ৮০০ টাকা। তিনি জানান, আগামী ৩১ জুলাই থেকে দিল্লি-ঢাকা রুটেও ফ্লাই করবে স্পাইস জেট।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
টিএম/এএ