ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

রেকর্ড সোয়া ২ লাখ ফ্লাইটে ব্যস্ত ছিল আকাশ!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
রেকর্ড সোয়া ২ লাখ ফ্লাইটে ব্যস্ত ছিল আকাশ! আকাশে ডানা মেলা একটি ফ্লাইটের সংগৃহীত ছবি

এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে ব্যস্ত দিন ছিল গত বুধবার (২৪ জুলাই)। ওইদিন আকাশে সোয়া দুই লাখ ফ্লাইট ওড়ার তথ্য জানিয়েছে উড়োজাহাজের গতিবিধি পর্যালোচনাকারী অ্যাপ ‘ফ্লাইটরাডার২৪’।

ফ্লাইটরাডার২৪’র দাবি, ওইদিনের আকাশে দুই লাখ ২৫ হাজার ফ্লাইটের গতিবিধি তারা তালিকাভুক্ত করেছে। যা কোনো একদিনে সর্বোচ্চ।

এসব ফ্লাইটের মধ্যে রয়েছে বাণিজ্যিক, কার্গো, হেলিকপ্টার, গ্লাইডার (স্থির ডানার উড়োজাহাজ) ও ব্যক্তিগত জেট।

যদিও এক যুগের কিছু বেশি সময় ধরে অর্থাৎ ২০০৬ সাল থেকে ফ্লাইটের গতিবিধি পর্যালোচনা করছে ‘ফ্লাইটরাডার২৪’। তাই ২৪ জুলাইয়ের আগে একদিনে এর চেয়ে বেশি ফ্লাইট আকাশে ওড়ার তথ্য নিয়ে বির্তক থাকতেই পারে!

ফ্লাইটরাডার’র দেওয়া গ্রাফ, হলুদ বিন্দুগুলো ফ্লাইটের অবস্থানতবে তথ্যের সত্যতা যাচাইয়ে এ সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে তারা। যেখানে দেখা গেছে ওইদিন অধিকাংশ ফ্লাইট ছিলো যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে।

অন্যদিকে এমন তথ্য প্রকাশের পর অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটারে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এতো সংখ্যক ফ্লাইটের কারণে পরিবেশে এর ক্ষতিকর প্রভাব পড়ছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।