ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বিমানকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংবাদ সম্মেলনে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন

ঢাকা: বিমানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন। 

তিনি বলেন, আমার লুকায়িত কিছু নেই। সব তথ্যই স্বচ্ছ, আপনারা তা পাবেন।

প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।  

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিমানের করপোরেট অফিস বলাকায় দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।  

মোকাব্বির হোসেন বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। বিমানে যারা অনিয়ম করবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

মোকাব্বির হোসেন বলেন, পরিষ্কারভাবে বলছি, আমার অন্য কোনো এজেন্ডা নেই। সুতরাং, বিমানকে লাভজনক করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে বিমানকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, একথা নিশ্চিতভাবে বলতে পারি, আজ যেভাবে আছি বিমান থেকে যখন চলে যাবো তখনও সেভাবেই থাকবো।  

সংবাদ সম্মেলনে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।