ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও হালট্রিপের চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও হালট্রিপের চুক্তি স্বাক্ষর

ঢাকা: দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা গ্রুপের কর্পোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।  

চুক্তির বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক অগ্রযাত্রার অংশ হিসাবে যাত্রীদের আরো সেবা দেওয়ার লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথমবারের মতো হালট্রিপের সঙ্গে অনলাইন ট্রাভেল এজেন্সি চুক্তি স্বাক্ষর করেছে।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক তাজবির হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।