রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্লেনটিতে ৬৮টি আসন রয়েছে।
এতে আরো বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটি গ্রহণ করেন এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম। এসময় অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোর ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
২০১৩ সালের জানুয়ারিতে দেশের আকাশে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
টিএম/জেডএস