ঢাকা: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে এক সপ্তাহের জন্য প্লেন চলাচল স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ ও ১০ মার্চের কুয়েতগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (০৭ মার্চ) বিমান মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বাংলানিউজকে বলেন, বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
টিএম/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।