সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান সূত্র জানিয়েছে, আগে অান্তর্জাতিক এসব রুটে প্রতি সপ্তাহে ১৪২টি ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যে যাত্রীরা ইতোপূর্বে এসব গন্তব্যের টিকিট কিনেছেন, তারা চাইলে টিকিটের বিনিময়ে টাকা ফেরত নিতে পারেন, অথবা পরিস্থিতি স্বাভাবিক হলে আসন খালি থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন বাংলানিউজকে বলেন, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
টিএম/এইচজে