ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বনানীতে নভোএয়ারের প্রধান বিক্রয় কেন্দ্র

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
বনানীতে নভোএয়ারের প্রধান বিক্রয় কেন্দ্র

ঢাকা: দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার সম্মানিত যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে সুপরিসর ও সুবিধাজনক অবস্থানে প্রধান বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) প্রধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।  

এ সময় নভোএয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সির মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নভোএয়ার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি নভোএয়ারের বিক্রয় কেন্দ্র থেকেই সরাসরি টিকিট ক্রয় ও ভ্রমণ প্যাকেজের জন্য সেবা নিতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও ওই বিক্রয় কেন্দ্র থেকে সেবা দেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা: বাসা ৩২, ব্লক জি, রোড ১১, বনানী, ঢাকা। ফোন নম্বর: ০১৭৫৫ ৬৫৬৬৬২ অথবা ১৩৬০৩।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম ছয়টি, কক্সবাজার ছয়টি, যশোর পাঁচটি, সৈয়দপুর পাঁচটি, বরিশাল দু’টি, সিলেট দু’টি, রাজশাহী ও আন্তর্জাতিক রুটে কলকাতা একটি প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।