ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

৪৯ বাংলাদেশিকে ব্যাংকক থেকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
৪৯ বাংলাদেশিকে ব্যাংকক থেকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

ঢাকা: একজনের মরদেহসহ ৪৮ জন বাংলাদেশিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে এনেছে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিটে তাদের বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়েন এসব বাংলাদেশি।

তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে থাই কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটের অনুমোদন দেয়। থাই কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতিসাপেক্ষে ৪৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এগিয়ে আসে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। সে দেশে তাদের কারো শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবুও তাদের স্ক্রিনিং করা হবে। এরপর তাদের প্রয়োজন অনুযায়ী হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।