ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

১৬ দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ থাকবে ৭ মে পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
১৬ দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ থাকবে ৭ মে পর্যন্ত

ঢাকা: করোনা ভাইরাসের প্রকোপের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ১৬ দেশের সঙ্গে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা আগামী ৭ মে (বৃহস্পতিবার) পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (২৭ এপ্রিল) বেবিচকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এ নিয়ে তৃতীয় দফায় বাংলাদেশে প্লেন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা বাড়ালো সংস্থাটি।

এর আগে গত ১১ এপ্রিল ১৬ দেশের সঙ্গে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছিলো বেবিচক।  

এতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে প্লেন চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ালো হলো। এ নিষেধাজ্ঞা আগের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকেসহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান প্লেন চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।

একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্লেন চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ানো হলো। তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।