সোমবার (১৮ মে) সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নভোএয়ারে বিনামূল্যে করোনায় আক্রান্তদের চিকিৎসা সহায়তায় দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন চিকিৎসক, নার্স ও চিকিৎসাসেবার সঙ্গে জড়িতরা।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাদের গভীর শ্রদ্ধা জানাই। সারাদেশে চিকিৎসাসেবার কাজকে আরও বেগবান করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ অথবা www.novoair.com ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মে ১৮, ২০২০
টিএম/ওএইচ/