ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

দুবাই-কায়রো গেলেন ১৪০ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
দুবাই-কায়রো গেলেন ১৪০ বাংলাদেশি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিশরের রাজধানী কায়রো গেছেন ১৪০ প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা ২৮ মিনিটে চার্টার্ড ফ্লাইটি দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।  

বিমান সূত্র জানায়, ফ্লাইটি প্রথমে দুবাই যাবে, সেখান থেকে অবশিষ্ট যাত্রী নিয়ে একই ফ্লাইটে মিশরের রাজধানী কায়রো পৌঁছাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।