ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

এভিয়াট্যুর

‘প্লেন চলাচলে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার খবর সঠিক নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, জুলাই ৬, ২০২০
‘প্লেন চলাচলে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার খবর সঠিক নয়’

ঢাকা: বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করার খবর সঠিক নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান। 

সোমবার (০৬ জুলাই) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছু অনলাইন, টিভি ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হচ্ছে।

এ ধরনের সংবাদ সঠিক নয়। বেবিচক এ ধরনের কোনো নতুন নিষেধাজ্ঞা দেয়নি। এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।