ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বৃহস্পতিবার রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
বৃহস্পতিবার রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট বিমানের

ঢাকা: আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালির রোমে আরেকটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৭ জুলাই) বিমানের ওয়েবসাইটে সূত্রে এ তথ্য জানা যায়।  

ওয়েবসাইটে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় বিজি ৪১৫৫/০৯ ফ্লাইটটি রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

বিশেষ ফ্লাইটে ২৭৪ জন যাত্রী রোমে যাবেন। সব স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে। ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।  

ইতালির রোমে সর্বশেষ সোমবার (৬ জুলাই) চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রয়াত্ত এ উড়োজাহাজ সংস্থা।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।