ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

গুয়াংজুতে এক সপ্তাহ স্থগিত ইউএস-বাংলার ফ্লাইট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
গুয়াংজুতে এক সপ্তাহ স্থগিত ইউএস-বাংলার ফ্লাইট 

ঢাকা: ঢাকা-গুয়াংজু রুটে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে চীনের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৭ জুলাই) চীনের একটি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ জুন ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটের পাঁচ যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে গুয়াংজু বিমানবন্দরে।

সেই পরিপ্রেক্ষিতে ৬ জুলাই থেকে পরবর্তী এক সপ্তাহ চীনে ফ্লাইট পরিচালনা করতে পারবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

করোনা ভাইরাস পরিস্থিতিতে সপ্তাহে একদিন প্রতি রোববার গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।