শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ফেরাতে বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে মালদ্বীপ যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের প্লেন।
এতে আরো বলা হয়, এই প্রথম ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই, মালে ও ফ্রান্সের প্যারিসে ফ্লাইট পরিচালনা করেছে দেশের শীর্ষ বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
টিএম/এএ