সোমবার (১৩ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেবিচক চেয়ারম্যান।
তিনি বলেন, রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে মিটিং করেছি।
মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী বিমানবন্দরে কিছুতেই চিকিৎসক-নার্স দিতে পারছে না। আমরা বলেছি, এ সপ্তাহে যেভাবেই হোক, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স দিতে। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করি, এ সপ্তাহে তারা ম্যানেজ করতে পারবে। চিকিৎসক ও নার্স দিলেই আমরা বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দিয়ে দেব। আশা করি, চলতি সপ্তাহে রাজশাহীতে ফ্লাইট চালু হবে।
তিনি আরো বলেন, করোনাকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে ফ্লাইট চালু হলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) এর বিধি লঙ্ঘন হবে।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
টিএম/আরআইএস/