ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

রাজশাহীতে দেরি হচ্ছে ফ্লাইট চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, জুলাই ১৩, ২০২০
রাজশাহীতে দেরি হচ্ছে ফ্লাইট চালু

ঢাকা: স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ায় রাজশাহী বিমানবন্দরে ফ্লাইট চালু করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। 

সোমবার (১৩ জুলাই) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেবিচক চেয়ারম্যান।

তিনি বলেন, রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে মিটিং করেছি।

আমরা চলতি সপ্তাহের মধ্যেই রাজশাহী বিমানবন্দরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরকে চাপ দিচ্ছি।  

মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী বিমানবন্দরে কিছুতেই চিকিৎসক-নার্স দিতে পারছে না।  আমরা বলেছি, এ সপ্তাহে যেভাবেই হোক, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স দিতে। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আশা করি, এ সপ্তাহে তারা ম্যানেজ করতে পারবে। চিকিৎসক ও নার্স দিলেই আমরা বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দিয়ে দেব। আশা করি, চলতি সপ্তাহে রাজশাহীতে ফ্লাইট চালু হবে।  

তিনি আরো বলেন, করোনাকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে ফ্লাইট চালু হলে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) এর বিধি লঙ্ঘন হবে।  

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।