সোমবার (১৩ জুলাই) দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট) দুবাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে জানান, সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের ফ্লাইট।
দেশে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব দেখা দিলে গত ২৪ মার্চ সবশেষ লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তখন থেকেই বিমানের সব রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। গত ১ জুন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা উঠলে ২১ মার্চ করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে বিমান।
প্রায় সাড়ে ৩ মাস পর সোমবার (১৩ জুলাই) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করলো রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
টিএম/এইচএডি