ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

কুয়ালালামপুরে বিমানের বিশেষ ফ্লাইট বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, জুলাই ২১, ২০২০
কুয়ালালামপুরে বিমানের বিশেষ ফ্লাইট বুধবার প্লেন। ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়া ও বাংলাদেশি নাগরিকদের জন্য আগামীকাল বুধবার (২২ জুলাই) ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

মঙ্গলবার (২১ জুলাই) বিমান সূত্র এতথ্য জানিয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, বুধবার সকালে যাত্রী নিয়ে বিজি ৪১৮২ ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছে যাত্রী নিয়ে পুনরায় ঢাকা আসবে ফ্লাইটটি। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যাত্রীদের ভ্রমণ করতে হবে। যাদের কোভিড-১৯ নেগেটিভ আসবে তারাই শুধু ভ্রমণ করতে পারবেন। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।  

কোভিড-১৯ এর কারণে গত ২৪ মার্চ থেকে মালয়েশিয়ার সঙ্গে প্লেন চলাচল বন্ধ রয়েছে। ফলে নাগরিকদের ফেরাতে উভয় দেশই মাঝে মধ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।  

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।