ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

দুবাই রুটে ফ্লাইট বাড়ালো বিমান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
দুবাই রুটে ফ্লাইট বাড়ালো বিমান 

ঢাকা: ঢাকা-দুবাই-ঢাকা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৬ জুলাই) সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ১৩ জুলাই থেকে দুবাই রুটে করোনা পরবর্তী শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করলেও চাহিদা বাড়ায় এখন থেকে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে।  

বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।  

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এই নম্বরে ফোন করে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।