ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

দুই যাত্রী নিয়ে দোহা গেল বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, সেপ্টেম্বর ৮, ২০২০
দুই যাত্রী নিয়ে দোহা গেল বিমান

ঢাকা: মাত্র দুইজন যাত্রী নিয়ে কাতারের রাজধানী দোহায় ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনায় বন্ধ থাকার প্রায় সাড়ে মাস পাঁচ মাস পর সোমবার (৭ সেপ্টেম্বর) দোহায় ফ্লাইট শুরু করে বিমান।

সূত্র জানায়, করোনাকালীন সময়ে ফ্লাইট শুরুর প্রথম দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাত্র দুই জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ওই ফ্লাইটে ২৫৮টি খালি আসনই খালি ছিল বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।