ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

২১ ডিসেম্বরের বিমানের যাত্রীরা সৌদি ফিরবেন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
২১ ডিসেম্বরের বিমানের যাত্রীরা সৌদি ফিরবেন বৃহস্পতিবার ...

ঢাকা: করোনায় নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাতিল হওয়া ২১ ডিসেম্বরের ফ্লাইটের যাত্রীরা সৌদি আরব ফিরে যাবেন বৃহস্পতিবার (০৭ জানুয়ারি)।  

বুধবার (০৬ জানুয়ারি)  বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, সৌদির আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার কারণে ২১ ডিসেম্বর থেকে দেশটিতে প্লেন চলাচল বন্ধ থাকে। কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ৬ জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। ফলে ২১ ডিসেম্বরের বাতিল হওয়া জেদ্দাগামী ফ্লাইটটির যাত্রীদের বৃহস্পতিবার সৌদি নিয়ে যাবে বিমান। বিমানের বিশেষ ৪০৩৫ ফ্লাইটটি বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।