ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

চার রুটে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিল বিমানের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
চার রুটে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিল বিমানের 

ঢাকা: কোভিড-১৯ পরিস্থিতিতে চার আন্তর্জাতিক রুটে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমাণ্ডু ও কুয়েতের কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে।  

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে গত মার্চ থেকে এসব গন্তব্যে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্য রুটও তখন বন্ধ করা হয়। কিন্তু অন্য রুট চালু হলেও এই চার রুটে ফ্লাইট পরিচালনা এখনো বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।