ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হওয়ায় এয়ারলাইন্সের যাত্রী বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হওয়ায় এয়ারলাইন্সের যাত্রী বাড়ছে

ঢাকা: কোভিড-১৯ টিকা দেওয়ার ফলে জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হওয়ায় অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর যাত্রী ক্রমান্বয়ে বাড়ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।  

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে এয়ারলাইন্সগুলোর ব্যবসা ইতোমধ্যে ৮০ শতাংশের উপর পুনরুদ্ধার হয়েছে।

একই সঙ্গে অভ্যন্তরীণ পর্যটনশিল্পও আবার উজ্জীবিত হয়ে উঠছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কোভিড-১৯ মহামারিকালে আকাশপথে যাত্রী পরিবহনে সেবা দেওয়া এয়ারলাইন্সগুলোকে সম্মাননা প্রদান উপলক্ষে মনিটর পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মো. মাহবুব আলী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে দেশ দেশে লকডাউনের ফলে যখন সবকিছু থমকে গিয়েছিল, তখনও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের অ্যাভিয়েশন কর্মীরা জীবনের মায়া তুচ্ছ করে দায়িত্ব পালন করেছেন। অপারেশন সীমিত করা হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর একদিনের জন্যও বন্ধ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই তখন সারা বিশ্ব থেকে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাইনি।

প্রতিমন্ত্রী বলেন, চীনে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এই রোগের ভয়াবহতা মানুষ যখন এক অনিশ্চিত আতঙ্কে আতঙ্কিত তখন চীনের অবরুদ্ধ উহান শহর থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনা করেছে বিমান। পুরো লকডাউনের সময়জুড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আমাদের অন্য দু’টি দেশি এয়ারলাইন্স দেশের মানুষের জন্য কাজ করেছে। বিভিন্ন দেশে আটকে পড়া আমাদের দেশের নাগরিকদের বিশেষ প্লেনে করে দেশে ফিরিয়ে এনেছে। প্রবাসী কর্মীদের যথাসময়ে সংশ্লিষ্ট দেশে পৌঁছে দিয়েছে। দেশীয় এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্মীদের আন্তরিকতা, সাহসিকতা ও দেশপ্রেম সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।

মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সংযুক্ত আরব আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।