ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের চট্টগ্রাম-সিলেট রুট চালু হচ্ছে বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
বিমানের চট্টগ্রাম-সিলেট রুট চালু হচ্ছে বুধবার বিমানের চট্টগ্রাম-সিলেট রুট চালু হচ্ছে বুধবার

ঢাকা: চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) এই রুট চালু করা হবে।

ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান জানিয়েছে, চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে। উদ্বোধনী ফ্লাইটে যাত্রা করলে চট্টগ্রাম থেকে সিলেটে একজন ও সিলেট থেকে চট্টগ্রামে ভ্রমণ করলে আরেকজন সৌভাগ্যবান লটারির মাধ্যমে অভ্যন্তরীণ রুটের বিমানের টিকিট পাবেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ১৭ মার্চের টিকিট কিনলে ১৭ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটের টিকেট বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে। বিস্তারিত তথ্য  www.biman-airlines.com  অথবা কল সেন্টারে ০১৯৯০৯৯৭৯৯৭ যোগাযোগ করে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
টিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।