ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

দায়িত্ব নিল এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
দায়িত্ব নিল এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ...

ঢাকা: এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।  

শনিবার (২৭ মার্চ) সংস্থাটির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১-২০২৩ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল পদে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।  

১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির বিবিধ দায়িত্ব ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ ও ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন।  

দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি প্রতিষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।