ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট ফের চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট ফের চালু

ঢাকা: অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি এবং ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ৮ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার (০৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সপ্তাহে প্রতি শনিবার ও বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি৫১১ সকাল ১১টা ১৫ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি৫১২ প্রতি শনিবার ও বুধবার দুপুর ১টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।

যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।