ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

এভিয়াট্যুর

বাংলাদেশ-ব্রুনাই রুটে সরাসরি চলবে বিমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
বাংলাদেশ-ব্রুনাই রুটে সরাসরি চলবে বিমান

ঢাকা: বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে সারাসরি চলবে বিমান। এজন্য দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা হচ্ছে ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের (বিষয়)। এতে কেবিনেট সম্মতি দিয়েছে।

তিনি বলেন, এ চুক্তি হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট (নির্ধারণ) করে দেয়, অথবা ব্রুনাইয়ের কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেয়, তাহলে সরাসরি বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে চলাফেরা করতে পারবে। সেজন্য এটা কেবিনেটে তোলা হয় ও কেবিনেট সম্মতি দেয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।