ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সরিষাবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
সরিষাবাড়ীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে খলিলুর রহমান বাবু (৩৫) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গবার(২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরিষাবাড়ী মাইজবাড়ী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।



বাবু পৌর এলাকা মাইজবাড়ী গ্রামের কালু ভূঁইয়ার ছেলে ও পৌর যুবলীগের সদস্য।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুর সঙ্গে থাকা জুয়েল নামে এক যুবক মারাত্মক আহত হন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাবুর পরিবারের সঙ্গে কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে হত্যকাণ্ড ঘটতে পারে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ হাসপাতাল থেকে থানায় আনার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ