ঢাকা : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
২৬ মার্চ (শনিবার) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এরপর সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
এছাড়া ২৭ মার্চ আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এদিন বিকেল সাড়ে তিনটায় ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে দলের সব কর্মসূচি সফল করতে নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসকে/আরএম