ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দৌলতপুরে ১৪ ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
দৌলতপুরে ১৪ ইউনিয়নে আ’লীগ প্রার্থী বিজয়ী

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ১৪টি ইউনিয়নের মধ্যে সবক’টিতেই আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

বিজয়ীরা হলেন- দৌলতপুর সদর ইউনিয়নে মহিউল ইসলাম মহি (নৌকা), হোগলবাড়িয়া ইউনিয়নে সেলিম চৌধুরী (নৌকা), প্রাগপুর ইউনিয়নে আশরাফুজ্জামান (নৌকা), রামকৃষ্ণপুর ইউনিয়নে সিরাজ মণ্ডল (নৌকা), আড়িয়া ইউনিয়নে সাইদ আনছারী বিপ্লব (নৌকা), খলিশাকুন্ডি ইউনিয়নে সিরাজুল ইসলাম (নৌকা), মথুরাপুর ইউনিয়নে সরদার হাসুদ্দিন হাসু (নৌকা), ফিলিপনগর ইউনিয়নে ফজু কবিরাজ (নৌকা), চিলমারী ইউনিয়নে সৈয়দ আহমেদ (নৌকা), মরিচা ইউনিয়নে শাহ আলমগীর (নৌকা), রিফায়েতপুর ইউনিয়নে জামিরুল ইসলাম বাবু (নৌকা), পিয়ারপুর ইউনিয়নে আবু ইউসুফ লালু (নৌকা), বোয়ালিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস (নৌকা), আদাবাড়িয়া ইউনিয়নে মকবুল হোসেন (নৌকা)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ