ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জামালপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের ২ নেতাকে সংর্বধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
জামালপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের ২ নেতাকে সংর্বধনা

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের নব নির্বাচিত সহ-সভাপতি কাওসার পাঠান বাপ্পী ও উপ-প্রচার সম্পাদক আব্দুল হক রনিকে সংর্বধনা দেওয়া হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ এ সংবধর্না দেয়।


 
উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম সোহেল রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনিবাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান, পৌর মেয়র রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহাম্মেদ খান, মহানহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, সাবেক সভাপতি আসাদুজ্জামান আখন্দ বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে জামালপুরের বকশীগঞ্জের সন্তান ও কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে উপ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় আব্দুল হক রনিকেও সংবর্ধনা দিয়েছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

রাতে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এ সময়ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনিবাহী সংসদের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র আব্দুল ওয়াহেদ সাদা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোফাখখার হোসেন খোকন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ