ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফুলবাড়িয়ায় আ’লীগ প্রার্থীকে জয়ী করতে বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ফুলবাড়িয়ায় আ’লীগ প্রার্থীকে জয়ী করতে বর্ধিত সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ৪নং বালিয়ান ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মফিজ উদ্দিন মন্ডলকে জয়ী করতে স্থানীয় ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার দশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

স্থানীয় ৪ নং বালিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শামছুল হুদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ