ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজাপুরে মহিলা লীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
রাজাপুরে মহিলা লীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত ২০ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুব মহিলা লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এতে নবঘোষিত কমিটির সভাপতি নাসরিন সুলতানা মুন্নি ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে ও উপজেলা চত্বরে উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।

এদিকে, পুলিশ বিশৃঙ্খলার অভিযোগে ঘটনাস্থল থেকে যুব মহিলা লীগ নেত্রী নাজনীন সুলতানা পাখিকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুব মহিলা লীগের সম্মেলনের শেষ দিকে শেষে প্রধান বক্তা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সেক্রেটারি শারমিন মৌসুমী কেকা রাজাপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে নাসরিন সুলতানা মুন্নির নাম ঘোষণা করেন।

এরপর সেক্রেটারির নাম ঘোষণার সময় স্থানীয় যুব মহিলা লীগ নেত্রী নাজনীন সুলতানা পাখির ছেলে ইমতিয়াজ মিজান মুন মাইক্রোফোনের স্ট্যান্ড কেড়ে নিয়ে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময় তার অনুসারীরা অডিটোরিয়ামের ভেতর চেয়ার ভাঙচুর শুরু করে। এতে নারীরা ছুটোছুটি শুরু করেন।

খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ করলে  বিশৃঙ্খলাকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নবঘোষিত কমিটির সভাপতি নাসরিন সুলতানা মুন্নি ও পুলিশসহ ২০ জন আহত হয়।

পরে পুলিশ বিশৃঙ্খলার অভিযোগে ঘটনাস্থল থেকে যুব মহিলা লীগ নেত্রী নাজনীন সুলতানা পাখিকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বাংলানিউজকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ