ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বগুড়ায় বিএনপির সহস্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা হয়েছে।
 
সভায় শাজাহানপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের হাতে ফুলেরতোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।


 
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই নেতার শহরের ঝাউতলার ব্যক্তিগত কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, তালেবুল ইসলাম, সাজেদুর রহমান শাহীন, মাশরাফি হিরো, ফরিদুল ইসলাম মুক্তা, ফিরোজ আলম, মিনহাজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ