ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহ শহর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
 ময়মনসিংহ শহর আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল। এ সম্মেলন সামনে রেখে শেষবারের মতো মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ শহর আওয়ামী লীগের একাংশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মিল্কী, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হোসাইন জিল্লু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মুহিত উর রহমান শান্ত, আওয়ামী লীগ নেতা রেজাউল হাসান বাবু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার প্রমুখ।

শহর আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারা জানান, মতবিনিময় সভায় মহানগর আ’লীগের কমিটিতে তাকে সভাপতি ও শান্তকে সাধারণ সম্পাদক করার দাবি জানান দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা।

দলীয় নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেন, আপনাদের দাবির বিষয়টি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। তবে নেত্রী যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ