ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

সরে গেলেন রেলমন্ত্রীর স্ত্রীর ভাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
সরে গেলেন রেলমন্ত্রীর স্ত্রীর ভাই

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রীর বড় ভাই আলাউদ্দিন।

সোমবার (১৮ এপ্রিল) এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের বিদ্রোহী এ চেয়ারম্যান প্রার্থী।

এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের স্ত্রীর ভাই।

স্থানীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই দলীয় মনোনয়ন পেতে উভয় প্রার্থীই দৌঁড়ঝাঁপ শুরু করেন। অবশেষে দলীয় মনোনয়ন পান জসিম উদ্দিন। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন আলাউদ্দিন। দুই প্রার্থী প্রচারণা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আলাউদ্দিন দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জিসিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ