ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ প্রার্থী মোশারেফ-শাহজালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আ’লীগ প্রার্থী মোশারেফ-শাহজালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৭০৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।  

এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলার ১ নম্বর কাশিনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোশারেফ হোসেন ও ৪ নম্বর শ্রীপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শাহজালাল মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে।

এ দুই ইউনিয়নে চেয়ারমান পদে নির্বাচন হচ্ছে না।

বাকী ১১ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫৮ জন, সাধারণ মেম্বার প্রার্থী ৫২৬ জন এবং সংরক্ষিত আসনে মহিলা মেম্বার প্রার্থী ১২৫ জন।   মঙ্গলবার এদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ইঞ্জিনিয়ার ইকরামুল কবির বাংলানিউজকে জানান, প্রতিদ্বন্দ্বী আর কোন প্রার্থী না থাকায় কাশিনগর ইউনিয়নে মোশারফ হোসেন ও শ্রীপুর ইউনিয়নে শাহজালাল মজুমদার নির্বাচিত হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ