ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

খুলনা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা মিন্টুকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

 
বিবৃতিতে বলা হয়, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা জেলার অন্তর্গত ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চুকনগর আঞ্চলিক সংসদ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হুদা মিন্টুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

 

একইসঙ্গে উপজেলা ও আঞ্চলিক সংসদ ছাত্রলীগের সব নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ