ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাজনগর-কুলাউড়ায় ১১ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
রাজনগর-কুলাউড়ায় ১১ বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর ও কুলাউড়া উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থীদের বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র ফজলুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।


 
সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কারয নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক চিঠিতে প্রাথমিক সদস্যপদ সহ দলের সব পদ থেকে তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলেন- রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সদস্য মতিউর রহমান লয়লুছ, উত্তরভাগ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উত্তরভাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা শাহীদুজ্জামান (ছালিক), মুন্সিবাজার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাজনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাতির মিয়া, পাঁচভাগ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সদস্য মো. সামছুন নুর আজাদ, টেংরা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. টিপু খান, কামারচাক ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান (সোহেল), মনসুরনগর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাজনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ছাদিকুর রহমান।

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল মালিক, শরীফপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, হাজীপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান ফটিক এবং পৃথিমপাশা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহ যোবায়ের।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ