ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহ আ’লীগের সম্মেলনস্থল পরিদর্শনে মেয়র টিটু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ময়মনসিংহ আ’লীগের সম্মেলনস্থল পরিদর্শনে মেয়র টিটু

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন সফল করতে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নিয়েছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সম্মেলস্থল ও মঞ্চ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

আগামী ৩০ এপ্রিল মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, ফারুক হোসেন, আহাম্মদ আলী আকন্দ, কোতোয়ালী আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.এ.কুদ্দুস, ফারুক হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সাংগঠনিক সম্পাদক সোহেল গণি, শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমএএএম/জিসিপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ