ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

তরুণ নেতৃত্বের কথা জানালেন সৈয়দ আশরাফ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
তরুণ নেতৃত্বের কথা জানালেন সৈয়দ আশরাফ 

ময়মনসিংহ : মাঠে থাকা তরুণ নেতারাই ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।  

তিনি বলেন, জেলা ও মহানগর আওয়ামী লীগে দু’জন করে চারজন নেতৃত্বে আসবেন।

 

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান জনপ্রশাসনমন্ত্রী। এ সময় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান তার সঙ্গে ছিলেন।  

এর আগে দুপুরে ঢাকা থেকে অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনে তিনি ময়মনসিংহ রেলস্টেশনে এসে পৌঁছান। পরে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র নেতৃত্বে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬ 

এমএএএম/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ