ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় যুবদল নেতা মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী বিশালকে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মুরাদের স্বজনদের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে শহরের বিহারীপাড়া ফতে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিশাল ওই এলাকার বিহারি বাজারের বক্কার মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যুবলীগ কর্মী বিশাল শুক্রবার ঈশ্বরদীতে আসেন। খবর পেয়ে মুরাদের ভাই আরমানসহ তার স্বজনরা বিশালকে টাংকি মোড় থেকে ধরে নাজিম উদ্দিন স্কুল সংলগ্ন মিজানের মোড়ে নিয়ে আসে। সেখানে তাকে কুপিয়ে জখম করে পরে পুলিশে সোপর্দ করে।

বিশালের ‍অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রমজান আলী বাংলানিউজকে জানান, বিশালের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিশাল তাদের সাধারণ কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ