ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাগমারায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আ.লীগ কর্মীর সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বাগমারায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আ.লীগ কর্মীর সাজা

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে মাহাবুবুর রহমান (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা তাকে সাজা দেন।

মাহাবুবুর রহমান সাজুড়িয়া গ্রামের অধিবাসী এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের কর্মী।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ৩০/৩২ জন আওয়ামী লীগ কর্মী বাগমারার তালতলি এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ তালতলি বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ মাহাবুবুর রহমানকে আটক করে।

আটকের পর মাহাবুবুর রহমান জানান, তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের পক্ষে কাজ করছেন।
 
পরে তাকে আটক করে বাগমারা থানায় নেওয়া হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১২টি হাঁসুয়া ও বেশকিছু লোহার রড উদ্ধার করে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মাহাবুবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
ওসি আরও জানান, মাহাবুবুর রহমানের বিরুদ্ধে গভীর রাতে নির্বাচনী বৈঠক করা এবং গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) আলমগীর হোসেন সরকারের পোস্টার ও ব্যানার কেটে ফেলা, তালতলি বাজারের নাইটগার্ড আবু তাহেরকে হুমকির অভিযোগ আনা হয়েছে।

বিকেলের মধ্যেই তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ