ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

চৌদ্দগ্রামে আ.লীগ বিদ্রোহীর মিছিলে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মে ৬, ২০১৬
চৌদ্দগ্রামে আ.লীগ বিদ্রোহীর মিছিলে হামলা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার শেষ দিনে মুন্সিরহাট ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে এক কর্মী গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মে)  সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ইউপি নির্বাচনের প্রচারণার শেষ দিনে মুন্সিরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী কামরুল আলম মোল্লার (আনারস) সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি মুন্সিরহাট বাজারে এলে দুবৃর্ত্তরা মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে সাতজন আহত হন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ বাংলানিউজকে জানান, একটু ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মে ০৬, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ