ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

গাংনীতে এক কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
গাংনীতে এক কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ আধাঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে।

শনিবার (০৭ মে) স‍কাল ৯টা ১০ মিনিট থেকে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

পরে জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার হামিদুল আলম ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রটি পরিদর্শন শেষে ভোটগ্রহণ শুরুর নির্দেশ দেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান জানান, সকাল ৯টার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ূব আলী ভোটকেন্দ্রে প্রবেশ করলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আমিনুল ইসলাম দেলবারের কর্মী-সমর্থকরা তাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনার জের ধরে চরম উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ