ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খালেদা লেডি লাদেন : মতিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
খালেদা লেডি লাদেন : মতিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লেডি লাদেন আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন লেডি লাদেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও জামায়াত-শিবির দেশকে ধ্বংস করার চক্রান্ত শুরু করেছে।

রোববার (৮ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গুপ্তহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে’ ১৪ দল আয়োজিত গণসমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করেন, ক্ষমতার বাইরে থাকলেও মানুষ হত্যা করেন। ৯১ সালে ক্ষমতায় এসে কৃষক, শ্রমিকদের হত্যা করেছেন। ২০০১ সালেও ক্ষমতায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিলেন, মানুষ হত্যা করছিলেন। এখনও হত্যা-গুপ্তহত্যা চালাচ্ছেন। ঐক্যবদ্ধভাবে এই লেডি লাদেন খালেদা জিয়া, বিএনপি, জামায়াত, শিবিরকে প্রতিহত করতে হবে।

বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, মে ৮, ২০১৬
এসকে/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ