ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জামালপুরে আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
জামালপুরে আ.লীগের ১৯ নেতাকর্মী কারাগারে

জামালপুর: পুলিশের দায়েরকৃত মামলায় জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৯ মে) বকশীগঞ্জ বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান এ আদেশ দেন।

এরআগে আদালতে হাজিরা দিতে গেলে আগে থেকে ওই মামলায় গ্রেফতার ৯ জন ও আরো ১০ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গত ৩ মে উপজেলার কামালপুর ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে বকশীগঞ্জ থানার কনেস্টবল শফিউল্লাহ আহত হন।

পরে ওই ঘটনায় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাদী হয়ে আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ৪০০ অজ্ঞাতপরিচয় নেতাকর্মীর নামে মামলা করেন।

পরে স্থানীয় আরো তিন ব্যক্তি একই নেতাকর্মীদের নাম উল্লেখ করে পৃথক তিনটি মামলা করেন।

এসব মামলার প্রতিবাদে কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাসান জোবায়ের হিটলার নির্বাচন বর্জন করেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ