ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

বীরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ১০, ২০১৬
বীরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণিবিধি ভঙ্গের দায়ে  আওয়ামী লীগ দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার।

মঙ্গলবার (১০ মে) উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সাঈদ সরকার ও স্বতন্ত্র প্রার্থী
খালেক সরকারকে শোকজ করেন নির্বাচনের রিটানিং অফিসার অসিম কুমার ঘোষ।

আগামী তিনি দিনের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার উপজেলা ম‍ৎস্য অফিসার অসিম কুমার ঘোষ।

সূত্র জানায়, প্রচারণাকালে ভোটারদের লোভ দেখানো ও বস্ত্র বিতরণের অভিযোগ রয়েছে ওই দুই প্রার্থীর বিরুদ্ধে। ফলে কেন তাদের প্রার্থিতা বাতিল করা হবে না কারণ জানতে চেয়ে নোটিশ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৬  
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ