ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নিজামীর ফাঁসি কার্যকরে খুলনায় আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ১১, ২০১৬
নিজামীর ফাঁসি কার্যকরে খুলনায় আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় খুলনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ।

বুধবার (১১ মে) দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

পরে সেটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (এমপি)।
তিনি বলেন, আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দেশ পাপমুক্ত হলো। জাতি দীর্ঘদিন ধরে এ দিনটির জন্য অপেক্ষায় ছিলো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১১, ২০১৬
এমআরএম/এএটি/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ